২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইউনিক আইডির কার্যক্রম সংক্রান্ত
* বিদ্যালয় হতে ইউনিক আইডির ফরম সংগ্রহ করে (বিতরণ করা হবে) সকল তথ্য সুন্দর ভাবে ক্লাস টিচারের নিকট জমা দিতে হবে।
* শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। না থাকলে আপাতত ফরমটি পূরণ করে জমা দিয়ে অনাইনের জন্য চেষ্টা করতে হবে।
* ফরমে সাথে এক কপি ফটোকপি, এক কপি রঙ্গীন ছবি, বাবা - মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিতে হবে।
* ইউনিক আইডি জাতীয় পরিচয়পত্রের তুলানয় কয়েকগুন গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। কারণ একাধিক আইডি বা নম্বর ব্যবহার না করে সকল বোর্ড পরীক্ষা, বিয়ে, মামলা, বিভিন্ন রেজিষ্ট্রেশন, পাসপোর্টসহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কার্যক্রমে ইউনিক আইডি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
Last Update: 01-08-2022 11:21:41 PM
প্রথম পাতা সকল নোটিশ